পাকিস্তানের ধর্ষণের শাস্তি ফাঁসি না হয় অক্ষম: দাবি ইমরান খানের
“পাকিস্তানের ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি অথবা রাসায়নিক এর মাধ্যমে ধর্ষককে অক্ষম করে দেওয়া”। সোমবার এক টিভি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অপরাধ কমানো অসম্ভব। তিনি বলেন হত্যাকাণ্ডের অপরাধকে বিভিন্ন ডিগ্রীতে ভাগ করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তেমনি ধর্ষণের সাজা হওয়া উচিত। ফাস্ট ডিগ্রী কিংবা প্রথমার্ধে ধর্ষণের প্রমাণ মিললে তিনি পুরুষাঙ্গে রাসায়নিক দিয়ে অক্ষম করার আহ্বান জানিয়েছেন তিনি।ফাঁসির বিধান রেখে আইন পাসের আহ্বানও জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
গেল সপ্তাহে প্রকাশ্যে সন্তানদের সামনে এক মাকে গণধর্ষণ করা হয়, এরপর থেকে পাকিস্তানে চলছে জোরালো বিক্ষোভ।
সাংবাদিকের প্রশ্নের ইমরান খানের মুখে, হত্যাকাণ্ডের অপরাধকে যেভাবে ফাস্ট ডিগ্রী সেকেন্ড ডিগ্রীতে ভাগ করা হয়, সেভাবে ধর্ষকদের শাস্তি নিরূপণ হওয়া উচিত। ধর্ষণের গুরুতর প্রমাণ পেলে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে খোঁজা করে দেওয়া দরকার অপরাধী কে। এরপরের এরপরে রাখা উচিত প্রকাশ্যে ফাঁসির বিধান।