দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা হংকংয়ে…
দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল হংকংয়ে। সেখানকার বিজ্ঞানীরা দাবি করেছেন, কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি।
তিনি আরও জানিয়েছেন, প্রথমবার যখন ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছিলেন তখন তাঁর মৃদু উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু এ বার তাঁর কোনও উপসর্গই ধরা পড়েনি। হংকং বিমানবন্দরে স্ক্রিনিং টেস্টের সময়ই জানা যায় ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত।
গত মার্চে ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সুস্থও হওয়ার পর স্পেন সফরে যান। অগস্টের মাঝামাঝি সেখান থেকে ফিরে আসেন। তার পরই ওই ব্যক্তির শরীরে কোভিডের উপসর্গ ধরা পড়ে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজিস্ট কেলভিন কাই-ওয়াং।
কাই-ওয়াং জানিয়েছেন, একই ব্যক্তি দ্বিতীয় বার কী ভাবে আক্রান্ত হলেন তা নিশ্চিত হতে তাঁর জিনের পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, ওই ব্যক্তির শরীরে দানা বেধেছে কোভিডের নতুন স্ট্রেন। এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে ওয়াং বলেন, “এর থেকে স্পষ্ট যে অনেক মানুষের দেহে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হচ্ছে না। জানি না, এর ফলে কত মানুষ পুনরায় কোভিড আক্রান্ত হবেন!”
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।