দেওয়ানহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ফ্লাইওভারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তারেক আজিজ শান্ত (২৪) নামের এক জন যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় দেওয়ানহাট ফ্লাইওভারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নিহত শান্ত চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার রেলওয়ে কলোনীর মাহফুজুল হকের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন শান্ত। ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শান্ত। পরে ডবলমুরিং থানার পুলিশ শান্তকে উদ্ধার করে চমেক হাসপাতালের নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ চমেক মর্গে রাখা হয়েছে।’