দুবাই পরীমনি || মাদার অব মাফিয়া
বাংলাদেশের পরিচিত চিত্র নায়িকা পরীমনি। এ মাস মোটামোটি দেশের বাহিরেই কাটিয়েছেন এই অভিনেত্রী। অন্য দিকে তাকে নিয়ে দেশে আলোচনা-সমালোচনা তো থাকেই। সায়েম সোবহান আনভীর সাথে পরীর জানাশোনার গুঞ্জন দেশে। তার পরও এবার নিজেকে “মাদার অব মাফিয়া’ উল্লেখ করে বুজ খলিফা থেকে ছবি আপলোড করেন পরী।
আজ় ২৯ এপ্রিল পরীমনি তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে দুবাইয়ের বুজ খলিফা থেকে তার এক স্ট্যাটাসে তিনি লিখে ” এই যে তোমাদের মাদার অব মাফিয়া, জঙ্গলীরা এখন তার সাক্ষাৎ নাও।” এর -পাশাপাশি তিনি বুজখলিফা থেকে কিছু ছবিও আপলোড করেন। তার পেইজে হরেক রকমের মন্তব্য করেন তার ভক্তরা।
পরীর হঠাৎ এমন স্ট্যাটাস তার ভক্ত সহ অনেকের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে। পরী হরহামেশাই তার ফেইসবুক এ চমকপ্রদ কিছু ছবি দেন। তবে আনভীর সাথে তার জানাশোনার গুঞ্জনের কারণেই বেশী সমালোচনা হচ্ছে বলে মনে করছেন তার ভক্তরা।