দুই পর্যটকের জীবন বাঁচাল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ…
কক্সবাজার সমুদ্র সৈকত এ ঘুরতে গিয়ে সাগরে নিমজ্জিত ২ জন পর্যটককে নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
রোববার,কক্সবাজার সুগন্ধা বীচে বেড়াতে আসা মোঃআলিফ(০৯),খুরুশকুল,
কক্সবাজার ও মোহিদ মৃণাল(২৪),বনশ্রী,রামপুরা,ঢাকা নামক পর্যটক ভাটার টানে সাগরে ডুবে গেলে ট্যুরিস্ট পুলিশ পানিতে ঝাপিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়,হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ করে আলিফ ও মৃণালকে তাদের অভিভাবকের হাতে তোলে দেয় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
এইদিকে এই ঘটনায় পর,কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা,শুভকামনা জানিয়েছেন।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।