দাউদ ইব্রাহিমের ঠিকানা করাচী
১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ পাকিস্তানে অবস্থান করছে বলে দীর্ঘদিন থেকেই দাবি করে আসছিলো ভারত। তবে বিষয়টি এতদিন অস্বীকার করে আসলেও শনিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাউদের সেদেশে অবস্থানের বিষয়টি স্বীকার করে নেয়া হয়।
দাউদের ঠিকানা বলা হয়, করাচীর ক্লিফটনে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউজ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া ৮৮টি সন্ত্রাসী গ্রুপের তালিকা করেছে পাকিস্তান। যেখানে দাউদ ইব্রাহিমের ঠিকানা করাচি উল্লেখ করে তার অবস্থান স্বীকার করে নেওয়া হয়।
পাকিস্তান সরকার হাফিজ সাইদ, মাসউদ আজহার ও দাউদ ইব্রাহিমসহ অন্যান্য সন্ত্রাসবাদী দল এবং তাদের নেতাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।