বিশেষ অনুমতি নিয়ে তিন স্থলবন্দর দিয়ে ভারতীয়রা ফিরতে পারবেন
বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকরা তিনটি স্থলবন্দর দিয়ে ভারতে ফিরতে পারবেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে জানায়, স্থলসীমান্ত রুট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
তবে বাংলাদেশে অবস্থান করা যে সব ভারতীয় নাগরিকের ভারতে প্রবেশ করা একান্তই জরুরি তাদের সহায়তা করা হবে।
আগ্রহী ভারতীয় নাগরিকদের নিচের লিংকে আবেদন করে অনুমতিপত্র নিতে হবে।
ভারতীয় নাগরিকরা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী এ তিন স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।
তবে করোনা মহামারিতে একান্ত জরুরি না হলে ভ্রমণ পরিহারের অনুরোধ জানানো হয়েছে। অনুমতিপত্র ছাড়া ভ্রমণ করা যাবে না।