অসমাপ্ত বাক্য
তাবাসসুম তাহের অমি
অসমাপ্ত বাক্য
তাবাসসুম তাহের অমি
এ দেখা শেষ দেখা নয়
এ কথা শেষ কথা নয়।
এ আবেগ অনুভূতির মায়া জাল শেষ হবার নয়।
তবুও জীবন যায় কেটে
দিন কি থেমে রয়!!!
স্মৃতির পরতে পরতে
গাঁথা কতো কথা,
কতো প্রতিশ্রুতি,
কতো আবেগ ,
কতো প্রেম ,
সময়ে বলে দেয়
এ শুধু অভিনয়
তোমার সাথে আমার
আর আমার সাথে তোমার
মিথ্যে মায়ার বেড়াজাল।
দিন তো তবু যাবেই কেটে
জীবন তো অবহমান।
কোনো এক পড়ন্ত বিকেলে
অথবা সন্ধ্যায় কোনো এক ক্যাফেতে,
তুমি তোমার মধ্যে
আমিও আমার গন্ডিতে ।
হঠাৎ চা কিংবা কফি তে
অথবা ক্যাপাচিনো তে
চোখাচোখি আড়া-আড়ি টেবিল এ
উঠে এসে বলবো হয়তো
-কেমন আছো?
আমি তো আছি বেশ
নিজেকে নিজের মতো গুছিয়ে।
জীবনের হিসেব নিকেশ এ
হিসেব একটু মিলিয়ে নিবো
তখন কী ছিলাম বেশ
নাকি এখন আছি বেশ!!
তাই বলি এ দেখা শেষ দেখা নয়।
এ কথাই শেষ কথা নয়।