তরুণীর লাশ মিলল ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর
রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় একটি ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর এক তরুণীর লাশ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ডোবা থেকে যখন ড্রামটি তোলে, তখন দেখা যায়, তরুণীর পরনে কমলা রঙের একটি সালোয়ার ও আকাশি রঙের একটি কামিজ ছিল।
তরুণীর মাথা নিচের দিকে ঢোকানোর পর দুই পা দুমড়েমুচড়ে লাশটি ড্রামের ভেতর ঢোকানো হয়েছিল।
টিনের এই ড্রামের ভেতর লাশের সঙ্গে দুটি বালিশ এবং একটি কাঁথাও রাখা হয়েছিল।
গলায় ওড়না প্যাঁচানো ছিল। তরুণীর জিহ্বা বের হয়ে ছিল। লাশে পচন ধরেছে।
গলায় পইতা ও ডান হাতে মঙ্গলসূত্র বাঁধা দেখে কেউ কেউ ধারণা করছেন, মেয়েটি হিন্দুধর্মের অনুসারী হতে পারে।
তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহত তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। লাশটির গলায় ওড়না পেঁচানো ছিলো।