লকডাউনেও টিকা কার্ড সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে যাওয়া যাবে
টিকা কার্ড সঙ্গে নিয়ে লকডাউনেও টিকাদান কেন্দ্রে যাওয়া যাবে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে বলা হয়েছে- টিকা দিলে রোজা ভাঙবে না।
বুধবার দুপুরে অনলাইনে প্রেস ব্রিফিং এসব কথা জানানো হয়।
আধিদফতরের মহাপরিচালক দাবি করেন, বসুন্ধরার করোনা হাসপাতাল যে পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল সে অবস্থা পরবর্তীতে না থাকায় সেটি উঠিয়ে দেয়া হয়। কিন্তু সেখানকার সরঞ্জামাদি দেয়া হয় অন্যান্য হাসপাতালে।
এসময় হাসপাতাল উধাওয়ের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। এছাড়া গণমাধ্যমে প্রচারিত এ সম্পর্কিত রিপোর্টকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। বলেন, এমন খবর স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের মনোবল ভেঙে দিচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, কিছু কিছু পত্রপত্রিকা আমাদের এমনভাবে সমালোচনা করছেন যেটা আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।