টাইগারপাসে ইয়াসিন হোসেন মনা স্মৃতি আন্তঃগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ও সামাজিক ও ক্রীড়া সংগঠন নির্বাণ এর পৃষ্ঠপোষকতায় ইয়াসিন হোসেন মনা স্মৃতি আন্তঃগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
টাইগারপাস কুয়ারপাড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও নবদিগন্ত ক্লাবের সভাপতি শাহ নেওয়াজ রতন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম হোসেন উজ্জ্বল ও সঞ্চালনা করেন নবদিগন্ত ক্লাবের সাধারণ সম্পাদক জানে আলম লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শেখ ফরিদ, টাইগারপাস ইউনিট আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল মালেক, সাধারন সম্পাদক আবদুল হালিম মানিক, রেলওয়ে কর্মকর্তা হারুন তালুকদার, বন্দে আলী মিয়া, ইউসুফ আহমেদ,জাকির হোসেন,আব্দুল আহাদ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টের রেফারি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা রেফারি এসোসিয়েশন এর সদস্য শওকত আলী।
এছাড়াও টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করছেন তরুণ সমাজসেবক শহীদুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার তাজুল ইসলাম ও আবু তালহা সিফাত।
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS