জিয়ার মদদেই বঙ্গবন্ধুকে হত্যা;বিচারের দাবি আ জ ম নাছিরের
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বন্দুকের নলের মধ্য দিয়ে বিএনপি দলটির জন্ম হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে মার্শাল ল জারি করে দেশকে জিম্মি করে রেখেছিলেন। হাজার হাজার মুুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাধারী মানুষকে হত্যা করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার মাধ্যমে প্রজন্মের মাঝে ছড়িয়েছিলেন স্বাধীনতা নিয়ে বিভ্রান্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডের ঘটনায় জিয়াউর রহমান প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন। খুনিদের স্বীকারোক্ততে আজ তা প্রমাণিত সত্য। তাই জাতির জনক হত্যাকান্ডের ঘটনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আজ সময়ের দাবি। আমি সরকারের কাছে মেজর জিয়ার মরণোত্তর বিচার দাবি করছি।
আজ ২৯ আগষ্ট বিকালে টাইগার পাস মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশ অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখা এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ অটোরিক্সা অটো টেম্পু শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখা সভাপতি ওসমান গণির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বেলালের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী,মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, জাতীয় রেল শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন মিরন,যুগ্ম আহবায়ক মো. আলমগীর,উজ্জ্বল বিশ্বাস,শাহ আলম ভূঁইয়া,নুরুল আলম লেদু, শ্রমিক নেতা নূর মোহাম্মদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা আয়োজক সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবিএন