জাতীয় দলের দুই কোচ রাতে ঢাকায় ফিরছেন
ঢাকায় ফিরছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। আজ রাত ১১টায় দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পা রাখবেন এই দুই কোচ।
করোনা মহামারির মাঝে ক্রিকেটাররা ব্যক্তি উদ্দোগে অনুশীলন শুরু করলেও ২১ সেপ্টেম্বর থেকে শ্রীলংকা সফরের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এই দুই প্রোটিয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে যোগ দেবেন জাতীয় দলের অনুশীলনে।
তবে ২ সেপ্টেম্বর ডোমিঙ্গো ও কুকের ঢাকা পৌঁছানোর কথা থাকলেও শেষপর্যন্ত ঐদিন আর ঢাকা আসা হয়নি জাতীয় দলের দুই কোচের। ভিন্ন কোনো কারণে নয়, ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার কারণেই আর আসা হয়নি তাদের। পরের ফ্লাইট পেতে বিলম্ব হওয়ায় রাসেল ডোমিঙ্গো ও রায়ান কুকের বাংলাদেশে আসা তিনদিন পিছিয়েছে।