জাতীয় গণহত্যা দিবসে ৮ নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের প্রদীপ প্রজ্জ্বলন
জাতীয় গণহত্যা দিবসে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনীর হাতে নিহত সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
আজ (শুক্রবার) নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন করা হয়।
এ বিষয়ে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি অংকুর কান্তি পাল বলেন, “২৫শে মার্চ বাঙালি জাতির ইতিহাসের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। ১৯৭১ সালের ২৫শে মার্চ যারা পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমরা সেই সকল শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি।”
এসময় উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মাহি সায়েদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফিরোজ আলম, মোঃ রাহিম, মোঃ রাকিব, মোঃ রায়হান, মোঃ সায়েম প্রমুখ।