জাটকা নিধন প্রতিরোধে ৬ কোটি টাকার জাল পুড়িয়েছে নৌ বাহিনী
প্রজনন মৌমুমে মা ইলিশ ও জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানে ১৬ লাখ মিটার কারেন্ট জাল ও চার লাখ মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ বাহিনী। জব্দকৃত জালের দাম আনুমানিক ৬ কোটি টাকা।
বুধবার (২৮ এপ্রিল) বাগেরহাট ও পিরোজপুরে কমফ্লোট ওয়েস্টের অধীন বানৌজা কর্ণফুলী এ অভিযান চালানো হয়।
প্রতিবছর সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইলিশের বড় হওয়ার সময়ে সরকার ইলিশ ধরায় বিধিনিষেধ আরোপ করে।
এ বছরও ১ এপ্রিল থেকে নৌবাহিনীর জাহাজগুলো জাটকা রক্ষা অভিযানে নিয়োজিত আছে।
অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট সর্বাধিক ছয়টি জেলায় (বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও খুলনা) অভিযান পরিচালনা করছে।
বুধবার বানৌজা কর্নফুলী পিরোজপুরের সন্ধ্যা, কচা ও বলেশ্বর নদীসহ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
আটককৃত জাল পরে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
করোনা মহামারির সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সার্বিক দিকনির্দেশনা ও সকল স্তরের নৌ সদস্যদের পরিশ্রমে অপারেশন জাটকা সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌ বাহিনী দেশের মৎস্য সম্পদ ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
লকডাউনের সময়ে ইলিশ রক্ষায় নৌ বাহিনীর ভূমিকা প্রশংসার দাবিদার।
সংবাদ বিজ্ঞপ্তি।