জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ “প্রিজন ব্রেক” এ মাইকেল স্কফিল্ড আর থাকছে না
“প্রিজন ব্রেক” অনলাইন যুগে যখন মানুষ আর টিভি সেটে সিনেমা, সিরিয়াল দেখে না; এখন নেটফ্লিক্স, আমাজন, ইউটিউবের যুগে মার্কিন সীমা পেরিয়ে বিশ্ব জুড়ে জনপ্রিয়। এর আগে “প্রিজন ব্রেক” সিরিজের ৫ সিজন শেষ করে, ষষ্ঠ সিজন চলছিল। সিরিজে প্রধান চরিত্রে ছিলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা মিলার। একের পর এক এক এই সিরিজের সিজন বা পর্ব গুলো দর্শকের মন কেড়ে নিয়েছে।
বুধবার রাতে, জনপ্রিয় মার্কিন সিরিজ “প্রিজন ব্রেক” এ মাইকেল স্কফিল্ড আর থাকছে না জানিয়ে মিলায় তার পেইজ থেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দেন। মুহূর্তেই এই খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে থাকেন।
হঠাৎ তার এমন সিদ্ধান্তে আর ভক্তরা মনখুন্ন হয়েছেন। মিলার এর ওই সিরিজে মাইকেল স্কোফিল্ড চরিত্রে ছিলেন এবং এ নামেই অন্য এক জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
বে অব বেঙ্গল নিউজ ডটকম
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS