ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ফেনীর সোনাগাজী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তমিজ উদ্দিন নয়ন
ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ফেনীর সোনাগাজী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তমিজ উদ্দিন নয়নকে আজ আদালতে তোলা হয়েছে, জানা গেছে ওই ছাত্রী সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং সম্পর্কে তমিজউদ্দিনের ভাতিজি হয়।
এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেন যার প্রেক্ষিতে আজ তাকে আদালতে হাজির করা হয়েছে।তমিজউদ্দিন ফেনীর ৭ নং ওয়ার্ডের চুনু মাঝের গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে এবং পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
গত পহেলা অক্টোবর প্রাইভেটে যাওয়ার সময় ফার্নিচারের দোকানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়, ঘটনার পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়।
সাংবাদিকদের পুলিশ জানায়, পরবর্তীতে গতকাল রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন।যার প্রেক্ষিতে ধর্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়েছে এবং বিকালে ১২২ ধারায় তার জবানবন্দি নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি।
এছাড়াও মামলাটির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ওই ধর্ষকের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
প্রবাল পাল / বে অব বেঙ্গল নিউজ / স্টাফ রিপোর্টার