ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন জসীমের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন ২৫ বছর বয়সী এক তরুণী।
সোমবার (২০ এপ্রিল) দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ওই তরুণী লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, দীর্ঘ ৮ বছর ধরে মামলার একমাত্র আসামি নগরের সাগরদী এলাকার বাসিন্দা জসীম উদ্দিন জসিমের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। এ সম্পর্ক থাকাকালীন সময়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় অভিযুক্ত।
কিন্তু এতে ভিকটিম রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জসীম নগররের ২৯নম্বর ওয়ার্ড তরুণীর বাসায় তাকে ধর্ষণ করে।
এতে তরুণী প্রেগন্যান্ট (গর্ভবতী) হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ সেবন করায় এবং একপর্যায়ে এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক দ্বারা গর্ভপাত নিশ্চিত করে।
এরপর জসীম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই তরুণীকে। এরপর বিয়ের জন্য চাপ দিলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুইদিনের মধ্যে বিয়ের কথা বলে ফের ধর্ষণ করে ভোর ৫টায় চলে যায় জসীম।
দুইদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম ওই তরুণীকে জানায় সে বিয়ে করেছে এবং ওই তরুনীকে বিয়ে করা সম্ভব না। এরপর অভিযোগকারী তরুণী মানসিকভাবে ভেঙে পড়ায় থানায় কিছুটা বিলম্বে অভিযোগ দেন এবং অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার জন্য আবেদন করেন।
এই বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন জসীম জানিয়েছেন, তিনি কিছুই জানেন না। আর এ ধরনের কাজের সঙ্গে তিনি কখনও সম্পৃক্ত ছিলেন না। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ফাঁসানোর পাঁয়তারা চালাচ্ছে বলেও জানান তিনি।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, অভিযোগটি যাচাই করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।