ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অতঃপর বিএনপি কার্যালয়ে আগুন
পূর্ণাঙ্গ কমিটি গঠনের কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কারণ গাজী সিরাজ কে সভাপতি ও বেলায়েত হোসেন বুলু কে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রেখে ২৭২ সদস্যের কমিটি গঠন।
সোমবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা’র পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে পদবঞ্চিত নেতাকর্মীরা বিদ্রোহ শুরু করে।
তাদের অভিযোগ, কমিটিতে ত্যাগী, পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় নাই। অছাত্র, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি পকেট কমিটি সাজানোর অভিযোগ করেন তারা।
উল্লেখ্য প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ জুলাই গাজী সিরাজকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রদল। ১১ জনের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা যান এবং অপর একজন ছাড়া বাকি নয়জন নগর বিএনপি, স্বেচ্ছাসেবক এবং যুবদলে পদ নিয়ে সক্রিয় আছেন। সিরাজ নিজেও একাধারে ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news