চীন ও পাকিস্তানের নাম নেই ১২০টি দেশের তালিকায়
চীন ও পাকিস্তানের নাম নেই আইপিএলের সম্প্রচার তালিকায়। বিশ্বের ১২০টি দেশে আইপিএলের ১৩তম আসর সম্প্রচার তালিকায় জায়গা পেলেও বাদ পড়েছে চীন ও পাকিস্তানের নাম।
পাকিস্তানে আইপিএল সম্প্রচার না হলেও টুর্নামেন্টটির সার্বিক ভিউয়ারশিপে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা স্টার স্পোর্টসের। কারণ, এবারের টুর্নামেন্ট পৌঁছে দেয়া হচ্ছে ক্রিকেট বিশ্বের প্রতিটি প্রান্তে।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিশ্বের মোট ১২০টি দেশে এবারের আইপিএল সম্প্রচার করবে স্টার স্পোর্টস এবং তাদের সহকারী সংস্থাগুলো। দেশগুলোতে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই আইপিএল দেখানো হবে। তবে বাদ পড়েছে চীন ও পাকিস্তান।
উল্লেখ্য এবার সারাবিশ্বে খেলা দেখানোর জন্য স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টসসহ একাধিক চ্যানেলের সঙ্গে চুক্তি করেছে স্টার।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।