চাঁদপুর পৌরসভা নির্বাচনে সদ্য বিজয়ী মেয়র জুয়েল’কে চবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের ফুলেল অভিনন্দন
চাঁদপুর পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এদিকে এ খবর পাওয়ার পর থেকে জিল্লুর রহমান জুয়েল’কে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
এর আগে, জিল্লুর রহমান জুয়েল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এবং তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণায়ও সক্রিয় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দগন।
এছাড়াও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন স্থানীয়সহ সারা দেশের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীরা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল (নৌকা) প্রতীকে মোট ৩৪ হাজার ৮শ ৩২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন মোট ৩ হাজার ৬শ ১১ ভোট।
আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা) প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ২শ ১৪ ভোট।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে, সকাল ৯টায় ইলিকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বিকেল চারটায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ছোটখাট দুই একটি ধাওয়া পাল্টা-ধাওয়া ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বে অব বেঙ্গল নিউজ/ Bay of Bengal news