চমেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন নওফেল
চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করেছে সরকার।
সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়নের কথা বলা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক বরাবর প্রেরিত চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৩ মে ২০১৫ ইংরেজি তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে, নির্দেশক্রমে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কতদিনের জন্যে এই মনোনয়ন সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ নেই।
এদিকে, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রামের চিকিৎসা খাতের বৃহত্তম এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোনীত করায় চট্টগ্রামে তার সমর্থক ও অনুসারীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নওফেলকে শুভেচ্ছা-অভিনন্দন জানাচ্ছেন।