বাড়লো চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। টাকা জমা দেওয়া যাবে ৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া।
তিনি বলেন, নির্ধারিত সময়ের পাঁচদিন পর আবেদন শুরু হওয়ায় এবং দুইদিন সার্ভারে প্রতিবন্ধকতা থাকায় আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
এদিকে, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত এই ১৬ দিনে চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ১ লাখ ৬২ হাজার ৭৫৮ শিক্ষার্থী।
এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৬০ হাজার ১২৪ জন।‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬০৬ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৯৩৩ জন ও ‘ডি’ ইউনিটে ৪৪ হাজার ৫৬৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
অন্যদিকে দুটি উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৮০৫ জন ও ‘ডি-১’ ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৮২৫ জন শিক্ষার্থী।