(ভিডিও সহ) ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কর্মসূচি পালন করেছেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছেন নারীর প্রতি সহিংসতা বন্ধ, ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশনায়, চট্টগ্রাম – ১৪ আসনের আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এম’পি এর সহযোগিতায় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়।
শনিবার সন্ধ্যা সাতটায় আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি চন্দনাইশ সদরস্হ শহীদ মিনারের সামনে পালন করে উপজেলা ছাত্রলীগ উক্ত আলোক প্রজল্বন কর্মসূচীর নেতৃত্বে ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান চৌধুরী।
উক্ত কর্মসূচীতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য জাহেদুল ইসলাম নয়ন। আরো উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ জামিল, সাজ্জাদ হোসেন,বিমোঃ হোসেন সাইমন, তৌহিদুল ইসলাম, জিয়াদ হোসেন হৃদয়, দিদারুল আলম তারেক, সোহেল, রুমি, আলিফ, এমরান, কাওচার, আরিফ, জিকু, কাফি, নিশান, তূর্য, আরিফ সুলতানী, দিপু, আসিফ, প্রবাস, সজীব, তোহা, তওসীফ প্রমুখ।
ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / bay of Bengal news