অসহায় ও ভাসমান মানুষদের খাবার বিতরণ করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ক্লাব
“মানুষ মানুষের জন্য” এই স্লোগান কে সামনে রেখে অসহায় ও ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ক্লাব নামে একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে চট্টগ্রাম নাসিরাবাদ এলাকার ষোলশহর, ২নং গেইট, জিইসি এলাকায় দুস্থদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টুডেন্টস ক্লাবের সভাপতি রবিউল আনোয়ার তুষার, সাংগঠনিক সম্পাদক অংকুর কান্তি পাল সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অঙ্কুর কান্তি পাল বলেন, ‘ধনী গরিব সকলেই এ দেশের মানুষ। দুস্থরাও আমাদের সমাজের অংশ। আমাদের আপনজন। তাই দরিদ্র ও ভাসমান জনগোষ্ঠীর ক্ষুধার কষ্ট লাঘব করতে আমরা নিজেদের সাধ্য অনুযায়ী কাজ করছি। আমরা সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকেও অনুরোধ জানাই দুস্থদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার জন্য।’