চট্টগ্রামে শিপ ইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
সীতাকুণ্ডে ‘যমুনা শিপ ব্রেকার্স’ নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বড়ইতল গ্রামের যোতুলের ছেলে পাইলট (২২), দুদু মণ্ডলের ছেলে জিহাদ (১৮) ও আবুল হোসেনের ছেলে সামাদ (৪০)।
তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজ করার সময় অসতর্কতার কারণে শ্রমিকদের গায়ে আগুন লেগে যায়। এতে তিন জন দগ্ধ হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধ তিন জনের মধ্যে জিহাদের ৩৫ শতাংশ এবং সামাদ ও মো. পাইলটের শরীরে ২৫ শতাংশ বার্ণ রয়েছে।
তারা ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।