চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১ মে) বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এ তথ্য জানান।
এর আগে এম এ আজিজ নগর বিএনপি’র সহ সভাপতি ও বন্দর থানা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এম এ আজিজ আজকে থেকে এ পদে দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড় এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।