চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ
চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ
শনিবার (১ মে) বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এ তথ্য জানান।

এর আগে এম এ আজিজ নগর বিএনপি’র সহ সভাপতি ও বন্দর থানা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এম এ আজিজ আজকে থেকে এ পদে দায়িত্ব পালন করবেন।  

চলতি বছরের ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড় এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ