চট্টগ্রামে বিএনপি ও পুলিশের সংঘর্ষ | আহত অর্ধশত
বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বিএনপির ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির।
নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সংবাদ মাধ্যমকে জানান, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতে চাইলে পুলিশ বাধা দেয় এবং নেতাকর্মীদের লক্ষ করে গুলি ছুড়ে। পুলিশের হামলায় ১৫জন নেতাকর্মী গুলিবিদ্ধ এবং অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করতে গলে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে করে দলটির কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করছে হেফাজতে ইসলাম। এছাড়া তাদের ডাকায় হরতালেও পুলিশের সঙ্গে সংঘর্ষের আরো ২জন কর্মী নিহত হন বলে দাবি তাদের। আর এর প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশে বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।