চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে উদ্দশ্য করে নোংরা-বিদ্বেষপূর্ণ-অশালীন মন্তব্যের অভিযোগে সৌরভ চৌধুরী (২৪) নামের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ মার্চ) সকাল ভোর ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ও রাউজান থানা পুলিশের সেকেন্ড অফিসার অজয় দেব।
এই ব্যাপারে সার্কেল এসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, রোববার রাত সাড়ে ৩টায় ২০/৩০ জন পুলিশ সদস্য চট্টগ্রাম মহানগরের উত্তর নালাপাড়ার ১৩৫ নম্বর বাসা (হাজী ইয়াকুব মঞ্জিল) ঘিরে ফেলেন। পরে ভবনের সাত তলায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ব্যবহৃত স্মার্টফোনসহ সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে রাউজান থানা পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হজরত মুহম্মদ (সা.) কে নিয়ে অশালীন মন্তব্য করেন চুয়েটের প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী।ক্ষোভ প্রকাশ করেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা তার এমন পোস্ট নিয়ে ।
চুয়েট ‘আড্ডাবাজ’ নামে একটি ফেইসবুক গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেইসবুকে ধর্মীয় রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক মন্তব্য করায় শনিবার রাতে আসামি সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি।