চট্টগ্রাম জেলা পুলিশ এর সব থানা/কর্মকর্তার নতুন মোবাইল নাম্বার জেনে নিন…
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) থেকে চট্টগ্রাম জেলা পুলিশ এর সব থানার/কর্মকর্তার পুরাতন মোবাইল নাম্বারগুলো পরিবর্তন করে নতুন মোবাইল নম্বরগুলো কার্যকর করা হয়।
চলতি সেপ্টেম্বরের শুরুতে পুলিশ সদরদপ্তরে পুলিশ ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সে সময় বলা হয়, ‘বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ সদস্যরা যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এর ফলে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে।’
তথ্য মতে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কনস্টেবল মিলিয়ে বর্তমানে সদস্য সংখ্যা দুই লাখ ১২ হাজারের মতো।
তবে, পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবলরা এখনও অফিস থেকে দেওয়া মোবাইল নম্বর পান না, যাদের সংখ্যা মোট পুলিশের অর্ধেকের মতো।
এরই ধারাবাহিতায়, জনগণের কাছে পুলিশ এর সেবা পৌছে দিতে চট্টগ্রাম জেলা পুলিশ এর সব থানার কর্মকর্তাদের আগের ফোন নম্বরের বদলে নতুন ফোন নম্বর চালু করা হয়েছে।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।