চট্টগ্রামে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ
চট্টগ্রামে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল, শনিবার বিকাল ৪টায় নগরীর কাজির দেউরি এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দীন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যক্তিগত স্বার্থ ও লোভ লালসার উর্ধ্বে উঠে মানবসেবার রাজনীতি করার জন্য উৎসাহ দেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত জয়, অর্থ বিষয়ক উপ-সম্পাদক ইফতেখার উদ্দীন আরাফাত, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক আদনান জাদিদ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।