সকল সংবাদচট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রুবায়েত নামের কলেজ ছাত্র নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুবায়েত আহমেদ নামের এক কলেজ ছাত্র। বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনার দুইদিন পর সে মারা যায়। রুবায়েত আহমেদ ছিলেন দেলোয়ার জাহান কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রুবায়েত নামের কলেজ ছাত্র নিহত
ছবি: বায়েজিদ লিংক রোড সড়ক দুর্ঘটনায় নিহত রুবায়েত আহমেদ

আজ শুক্রবার সকালে টানা দুই দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে সে মৃত্যুবরণ করে। নিহত রুবায়েত আহমেদ কাপাসগোলা এলাকা গফুর মেনশনে বসবাস করতেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে রুবায়েত আহমেদ তার বন্ধু ৬ জন কে নিয়ে ঘুরতে যান। তাদের গাড়ি গতিবেগ প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। এই গতিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাকি সবাই গুরুতর আহত হলেও রুবায়েত আহমেদ এর অবস্থা আশংকাজনক ছিল।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়, এরপরে পারকভিউ হাসপাতালের আইসিওতে টানা দুইদিন ভর্তি থাকার পর আজ সকালে ভোর চারটায় সে মৃত্যুবরণ করেন।

ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / চট্টগ্রাম




বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ