চট্টগ্রামে গণধর্ষণকারী ৩ আসামির স্বীকারোক্তি/একজনের রিমান্ড…
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ৩ আসামি। অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
রোবার (৩০আগস্ট) বিকেলে আসামিরা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে এ জবানবন্দি দেয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বাদশা মিয়া, জাবেদ, রবিন ও ইব্রাহিম।
এ ব্যাপারে পুলিশ জানান, ২৯ আগস্ট শনিবার রাতে রৌফাবাদ এলাকা থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। শফি নামের এক ব্যক্তি সহযোগীদের নিয়ে তাদের অটোরিকশায় তুলে শহীদ নগর সালমা কলোনীতে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করে ওই নারীকে। খবর পেয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে আরো দুইজনকে গেপ্তার করে পুলিশ।
ঘটনার পরে বায়েজিদ থানায় সেরাতেই মামলা করেন নির্যাতিতা। তবে প্রধান আসামি শফি এখনো পলাতক। এ বিষয়ে পুলিশ জানান, তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চলছে।
বিবিএন / স্টাফ রিপোর্টার।