চট্টগ্রামে একদিনে আক্রান্ত ১০৪,মারা গেছেন ১জন:মোট মৃত্যু ২৬৮
চট্টগ্রামে করোনায় চব্বিশ ঘণ্টায় আক্রান্ত আরো ১০৪ জন এবং মৃত্যু হয়েছে আরো একজনের। শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্ত ১০৪ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৮৩ জন বাকি ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে আক্রান্ত এখন পর্যন্ত ১৬ হাজার ৮৬৬ জন। মারা গেছেন ২৬৮ জন। সুস্থ প্রায় ১২ হাজার ৩০০জন।
জানা যায়,চব্বিশ ঘণ্টায় আরও ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ১০৪ জনের। শনাক্তের হার ১১ শতাংশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ জনের। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২৩ জনের নমুনায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৫ জনের। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ জনের। করো সংক্রমণ পাওয়া যায়নি।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের এবং শেভরন ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের সংক্রমণ পাওয়া যায়।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার