চট্টগ্রামে আজকের স্থানীয় আবহাওয়া বার্তা
চট্টগ্রামে আজকের স্থানীয় আবহাওয়া বার্তা
তারিখ ২০২০-১০-১০
চট্টগ্রাম
সর্বোচ্চ ৩২.২ ডিগ্রী সে. | সর্বনিম্ন ২৫.২ ডিগ্রী সে.
বজ্র ঝড়
সূর্যোদয় : ৫:৪৮ পূর্বাহ্ণ
সূর্যাস্ত : ৫:৩১ অপরাহ্ণ
বৃষ্টিপাত : ০ মি.মি.;
বাতাস : ৭ কি.মি./ঘন্টা
সূর্যোদয় : ৫:৪৮ পূর্বাহ্ণ
সূর্যাস্ত : ৫:৩১ অপরাহ্ণ
সকালের আর্দ্রতা : ৯৯%
বিকালের আর্দ্রতা : ৮৫%
সমতলের বায়ুচাপ : ১০০৬.৬ hPa
এবং উওর আন্দামান সাগর ও ততসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। চট্রগ্রাম বিভাগের দু-এক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া দেশের অন্যএ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সূত্রঃ আবহাওয়াঅধিদপ্তর।
বে অব বেঙ্গল নিউজ/ BAY OF BENGAL NEWS