চট্টগ্রামে আজকের স্থানীয় আবহাওয়া বার্তা
চট্টগ্রামে আজকের স্থানীয় আবহাওয়া বার্তা
তারিখ ২০২০-১০-০৫
চট্টগ্রাম
সর্বোচ্চ ২৯.৯ ডিগ্রী সে. | সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রী সে.
বজ্র ঝড়
সূর্যোদয় : ৫:৪৬ পূর্বাহ্ণ
সূর্যাস্ত : ৫:৩৬ অপরাহ্ণ
বৃষ্টিপাত : ০ মি.মি.;
বাতাস : ১৫ কি.মি./ঘন্টা
সূর্যোদয় : ৫:৪৬ পূর্বাহ্ণ
সূর্যাস্ত : ৫:৩৬ অপরাহ্ণ
সকালের আর্দ্রতা : ৯৮%
বিকালের আর্দ্রতা : ৮৫%
সমতলের বায়ুচাপ : ১০০৭.০ hPa
এবং উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তদ্সংলগ্ন উডিস্যা উপকুলে লঘুচাপটি অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে।
সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর
বে অব বেঙ্গল নিউজ/ BAY OF BENGAL NEWS