চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের মোট ৮২ টি স্বর্ণের বারসহ আটক ১…
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের মোট ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়,বিমান বন্দর দিয়ে চোরাচালান হবে,এমন তথ্যের উপর ভিত্তি করে আজ ভোরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান করে আসা এক যাত্রীকে সন্দেহ পূর্বক দেহ তল্লাশি করা হয়। এসময়,তার শার্টের ভিতরে শরীরের সাথে বিশেষ ভাবে রাখা চারটি কালো প্যাকেট থেকে মোট ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির নাম এনামুল হক,তার বাড়ী কক্সবাজার বলে জানা যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৯.৫ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
দীর্ঘ দিন ধরে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যাবহার হয়ে আসছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস এর অভিযানে বিভিন্ন সময়ে বড় বড় চালান আটক করা হলেও চোরাচালানের চেষ্টা অব্যাহত রেখেছে চোরাচালানকারীরা।
এইদিকে চোরাচালানকারীদের তৎপরতা ও চোরাচালান বন্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।