সারাদেশ

খুলনায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ২

খুলনায় রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন আহত।
খুলনায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ২
খুলনায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ২
শনিবার (১ মে) রাত ১০টার দিকে খুলনার খানজাহান আলী থানার আফিল গেট রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। 

এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাকের চালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান।

আহতদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিল গেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকের চালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ