কুমিল্লার চান্দিনায় মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট, আহত ২
কুমিল্লার চান্দিনায় মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম এর বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের দুই জনকে পিটিয়ে আহত করা হয়েছে।
গত সোমবার উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামে এই ঘটনায় চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করেছেন আহত মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম।
স্থানীয় সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের সঙ্গে একই গ্রামের কয়েকজনের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধে আদালতে মামলা হয়। এ মামলায় মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের পক্ষে রায় দিলে তিনি জমিতে বাড়ি নির্মাণ করেন।
মেসবাউল ইসলাম বলেন, এর জেরে গত শনিবার রাতে প্রায় ২০ জন দুর্বৃত্ত আমার বাড়িতে হামলা চালায়।যার নেতৃত্ব দেয় একই গ্রামের আরমানুল ইসলাম, রফিক চৌধুরী, নাজু ও ফয়সাল। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় মামলা করেছি।
এই বিষয়ে থানার ওসি শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।