কিশোরগঞ্জে নিষিদ্ধ উগ্রবাদী বইসহ জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার…
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেহাদি বইসহ র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে এক জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত মো. আব্দুল হালিম(৪৪) জেলা শহরের উকিলপাড়া-নীলগঞ্জ রোড এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।
তার নিকট থেকে ৬টি নিষিদ্ধ উগ্রবাদী বই, ৭টি বুকলেট, ১২টি লিফলেট এবং একটি মোবাইল মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মো. আব্দুল হালিমের বাসায় সেসহ কয়েকজন অজ্ঞাতনামা নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গোপনে নাশকতার পরিকল্পনা করছে মর্মে খবর পেয়ে উক্ত বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, মো. আব্দুল হালিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনত। এইসব শুনে সে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হয় ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে।
উক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত। বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য সমমনা লোকদের দাওয়াত করত।
ইতিমধ্যে, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসি/বিবিএন/ স্টাফ রিপোর্টার।