কিরগিজস্তান পার্লামেন্ট নির্বাচনের জালিয়াতির বিরুদ্ধে চলছে আন্দোলন উই
বে অফ বেঙ্গল নিউজ আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের পর এবার পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে উত্তাল কিরগিজস্তান।
বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাজধানী মিস কেকের পার্লামেন্ট ভবনে হামলা চালায়। আগুন ধরিয়ে দেন প্রেসিডেন্ট ভবনের একটি অংশ।
ভোরে জাতীয় নিরাপত্তা সদর দপ্তরে হামলা চালিয়ে সাবেক প্রেসিডেন্ট আল মাঁচবেক আতাম আবেগ কে মুক্ত করে হামলাকারীরা।
এর আগে রাতে আলাতু চত্বর পার্লামেন্টের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় তারা। প্রেসিডেন্ট ভবনের কাগজপত্র জানালা দিয়ে ছুড়ে ফেলা হয়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। রোববার পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার 16 টি দলের মধ্যে চারটি দল নতুন আসন পাওয়ার শর্ত পূরণ করতে পেরেছেন। এর মধ্যে তিনটি দলই প্রেসিডেন্ট শারণ বাই জিন ব্যাক বে এর অনুগত।