স্বাস্থ্য

একদিনে করোনা আক্রান্তে রেকর্ড ।। শনাক্ত ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী

সারাদেশে বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৬৩ জনের। এ পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৪৪৭ জনে।
এ সময়ে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন একদিনে ৭ হাজার ৬২৬ জন। ভাইরাস শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ।
করোনাভাইরাসে

এ নিয়ে সারাদেশে শনাক্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

আজ বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২৩৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৬৬৮ জনের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল সারাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২.০২ শতাংশ। এদিকে ১ দিনে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৬ জন। এ নিয়ে সারাদেশে মোট আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন পাঁচ লক্ষ ৬১ হাজার ৬৩৯ জন।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) সারাদেশে ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন করনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ