করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। সোমবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় ঔষধাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ মারা যান।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে গত ২২ মে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।