কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত…
কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ‘মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যেগে আজ ৩১ অক্টোবর ২০২০খ্রি. সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমি্উনি্টি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাধনময় ভট্টাচার্য।
সভায় চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সীতাকুণ্ড থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব আলাউদ্দিন সাবেরী ও চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই ফখরুদ্দিন আল রাজীবকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব শামসুল আরেফীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) জনাব আফরুজুল হক টুটুল, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন ফরিদ, সাতকানিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব এম এ মোতালেব, হাটহাজারী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব অধ্যক্ষ এস এম নুরুল হুদা, মীরসরাই থানা কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী প্রফেসর নাসির উদ্দন, সুশীল সমাজের প্রতিনিধি জনাব নির্মল কান্তি দাশ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, সিপিও অফিসারগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।