কক্সবাজার -০৪ আসনের সাবেক সাংসদ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর চিরবিদায়
কক্সবাজার -০৪ আসনের সাবেক সাংসদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর ভোররাত ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা যায় । তার মৃত্যুতে কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা গভীরভাবে শোকাহত।
আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।জানা যায়,তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে টেকনাফের নীলার নিজ বাসা থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনলে তিনি মৃত্যু বরণ করেন।
নেতাকর্মীরা তার আত্মার মাগফেরাত কামনা করছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS