কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে চবি ছাত্রলীগের উষ্ণ অভ্যর্থনা
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে চবি ছাত্রলীগের উষ্ণ অভ্যর্থনা
কক্সবাজার জেলা ছাত্রলীগের নব্য কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আজ বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় চট্টগ্রাম নগরীর জয় বাংলা উদ্যানে কক্সবাজার জেলা ছাত্রলীগের নব্য কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।
উল্লেখ্য গত দুই নভেম্বর সাদ্দাম হোসাইনকে কমিটির সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গত সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী আগামী এক বছরের জন্য নিম্মুক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
নতুন কমিটির বাকী সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মঈন উদ্দীন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন পেকুয়া। এছাড়া ওয়াসিফ কবির কামরুজ্জামান হিরু, এরশাদুল হক মিলন, গাজী নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS