ওসি প্রদীপের সব অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে ২০সেপ্টেম্বর (রোববার) দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
পূর্বে একই মামলায় প্রদীপ জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে আদালত।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি প্রদীপ কুমার দাশের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ক্রোকের আদেশ দিয়েছেন। একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান প্রদীপকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।