এক ফোন নম্বরেই চারটি ডিভাইসে চালানো যাবে হোয়াটসঅ্যাপ!
এক ফোন নম্বরে চারটি স্মার্টফোন থেকে লগ ইন করতে পারবেন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ইউজাররা।
বর্তমানে ১৮০টি দেশের প্রায় ১৫০ কোটি মানুষ হোয়াট্সঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন। এদের মধ্যে বিশ্বের নূন্যতম ১০০ কোটি দৈনিক এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন।
সম্প্রতি তথ্য প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট WABetaInfo-র একটি রিপোর্ট অনুযায়ী এ শেষ পর্যায়ের কাজ চলছে। এছাড়া ইতোমধ্যেই চ্যাট মিউট করার ফিচার্স, চ্যাট হিস্ট্রি, এবং মেসেজ ডেলিভারির মতো ফিচার্সের কাজ শেষ হয়েছে বলে জানা যায়।
তাছাড়া উক্ত রিপোর্ট হতে, ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-এর উপরও হোয়াট্সঅ্যাপ (WhatsApp) কাজ করছে বলেও জানা গিয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই নতুন UI-এর ইঙ্গিত দিয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করেছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট WABetaInfo।
উল্লেখ্য, নতুন UI লাইভ হলে ডিভাইস টু ডিভাইস ডেটা শেয়ারিং লাইভ হতে পারে বলেও জানা গিয়েছে।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।