এক ঘুষিতে সাংবাদিকের মুখ ভেঙে দিতে চান ব্রাজিল প্রেসিডেন্ট…
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর এক দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিক প্রেসিডেন্টকে প্রশ্ন করেন। আর তাতেই উত্তেজিত হয়ে সাংবাদিককে ঘুষি মেরে মুখ ভেঙে দেয়ার হুমকি দেন ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো।
রবিবার বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার এক ক্যাথিড্রালে গিয়েছিলেন প্রার্থনা করতে। সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকেন। বিশ্বের করোনা মানচিত্রে দ্বিতীয় স্থানে থাকা দেশের পরিস্থিতি নিয়েই প্রশ্নোত্তর চলছিল।
কিন্তু এরই মাঝে ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর এক দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিক প্রেসিডেন্টকে প্রশ্ন করেন। আর তাতেই উত্তেজিত হয়ে বলসোনারো বলেন, ইচ্ছে করছে এক ঘুষিতে তোমার মুখ ভেঙে দিতে। এরপরই সাংবাদিকরা প্রতিবাদ করেন।
সূত্রঃ সিএনএন
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার