সারাদেশ

জামিনে কারামুক্ত ইরফান সেলিম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর ও হাজী সেলিম পুত্র ইরফান সেলিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
জামিনে কারামুক্ত ইরফান সেলিম
জামিনে কারামুক্ত ইরফান সেলিম

বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি দেওয়া হয় ইরফান সেলিমকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর জেলার মাহাবুবুল ইসলাম জানান, ইরফান সেলিম বিকেল সাড়ে ৫টার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়ে গেছেন।
এর আগে সকালে ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ জানান, নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানার মামলায় গত ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার জামিন বহাল রাখেন।

বুধবার বিচারিক আদালতে আসে সর্বোচ্চ আদালতের সেই আদেশ।

আমরা আসামিপক্ষে এদিন সকালেই জামিননামা জমা দিয়েছি।

আজ বিকেলেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছালে তিনি মুক্তি পাবেন বলে আশা করছি।

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্য চকবাজার থানায় করা একটি মাদক ও একটি অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দিয়ে সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

ভ্রাম্যমাণ আদালত বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।

তবে এ দুই মামলায় নির্বাহী আদালতে আপিল করে জামিনে আছেন ইরফান সেলিম।

এদিকে, নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের মামলায় সর্বোচ্চ আদালতে ইরফান সেলিমের জামিনের আদেশ বহাল রাখায় এখন মুক্তি পাচ্ছেন তিনি।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ